ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে সেতুর নিচে পড়ে ছিল তরুণীর মরদেহ পানি না এলে আন্দোলন চলবেই: আমীর খসরু ঘোড়াঘাটে তাতীঁদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এটিএম আজহার মুক্ত না হওয়ায় জাতি বিস্মিত ও হতবাক রুহুল আমিন ভুইঁয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল পরিদর্শন মনোহরদীতে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা জাগো বাহে, তিস্তা বাঁচাই ‘দিল্লি না তিস্তা, তিস্তা তিস্তা: তিস্তার পানির দাবিতে গণপদযাত্রায় মানুষের ঢল মির্জাপুর এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালের বেহাল দশা, সংস্কারের দাবি শ্রমিকদের বাজার করে বাড়ি ফেরার পথে ট্রাক্টর চাপায় প্রাণ গেল কলেজ শিক্ষকের তিস্তার পানিবণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার কর্মসূচির ডাক: কর্মসূচিতে মানুষের ঢল

কবরস্থান থেকে কঙ্কাল চুরি, আতঙ্কিত এলাকাবাসী

মোঃ কবির হোসেন জামালপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৩৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ১৭৬ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ কবির হোসেন জামালপুর জেলা প্রতিনিধিঃ একটি কবরস্থানের কবর খুড়ে একে একে প্রায় সবগুলো কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোর চক্র। এখন বাকি আছে আর মাত্র দুইটি কবর। এমন ঘটনা ঘটেছে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ইদিলপুর গ্রামের একটি কবরস্থানে।
ইদিলপুর গ্রামের কৃষক আব্দুল হাকিমের বাবা আব্দুল আজিজ বার্ধক্যজনিত কারণে মারা যান দেড় বছর আগে। বাবা আব্দুল আজিজকে বাড়ির কাছে ইদিলপুর কবরস্থানে সমাহিত করেছিলেন তিনি। গত এক মাস আগে রাতের আধারে তার বাবার কবর খুড়ে কঙ্কালটি চুরি করে নিয়ে যায় চোর চক্র। সেই থেকে শোকাহত আব্দুল হাকিম।
আব্দুল হাকিম বলেন, ‘আমার বাবার কবর ছিলো আমার শেষ স্মৃতি। এখন সেই কবরের লাশও চুরি হয়ে গেছে। মাঝে মাঝে আসতাম, দোয়া করতাম। এখন সেটাও করতে পারি না। আমার বাবার লাশ যারা চুরি করে নিয়ে গেছে। আমি তাদের বিচার চাই।’
প্রায় শত বছর আগে ৯০ শতাংশ জমির উপর কবরস্থানটি নির্মাণ করে ইদিলপুর গ্রামবাসী। এখানে শায়িত আছেন এই গ্রামসহ আশে পাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের স্বজন। গত এক মাসে এই কবরস্থান থেকে রাতের আধারে কবর খুড়ে কঙ্কাল চুরি হয়েছে ১২টি। গত দুই বছরে এমন চুরির সংখ্যা শতাধিক বলছেন স্থানীয়রা। কঙ্কাল চুরির এমন ঘটনায় আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামবাসী। আরেক বাসিন্দা সেকান্দর আলী বলেন, ‘দুইটা বছর ধরে দেখছি কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। এক মাসে ১২ টা লাশ নিয়েছে চুরি করে। এটার কোনো বিচার কোনো খানে পাইতাছি না। আমরা কাকে বলবো?
এদিকে কবরস্থানটিতে পালাক্রমে পাহারা দিয়েও কোনো সুফল পায়নি স্থানীয়রা। আর আইন সম্পর্কে সঠিক ধারণা না থাকায় আইনী প্রক্রিয়ায় যেতে পারছেন না এলাকাবাসী। এমন পরিস্থিতি থেকে উদ্ধার পেতে সামাজিক বন্ধন প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি।
ঘোড়াধাপ ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া বলেন, ‘কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়ে যায়। এটা আজকে নতুন না। এটার সাথে বড় একটি সিন্ডিকেট জড়িত রয়েছে। তাই এটা থেকে আমাদের সকলকে অবশ্যই সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়া লাগবে।’
এবিষযে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ তোফাজ্জল হোসেন বলেন, এসব বিষয়ে গ্রামবাসী আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। তবুও আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। আপরাধীদের আইনের আওতায় নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের চেষ্টা করবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

Quiz

1 / 1

দিনের ঘটনার টুকরো টুকরো প্রতিবেদন জনস্বার্থ সুরক্ষার জন্য যথেষ্ট ?

Your score is

The average score is 0%

0%

কবরস্থান থেকে কঙ্কাল চুরি, আতঙ্কিত এলাকাবাসী

আপডেট সময় : ০২:৩৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩

মোঃ কবির হোসেন জামালপুর জেলা প্রতিনিধিঃ একটি কবরস্থানের কবর খুড়ে একে একে প্রায় সবগুলো কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোর চক্র। এখন বাকি আছে আর মাত্র দুইটি কবর। এমন ঘটনা ঘটেছে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ইদিলপুর গ্রামের একটি কবরস্থানে।
ইদিলপুর গ্রামের কৃষক আব্দুল হাকিমের বাবা আব্দুল আজিজ বার্ধক্যজনিত কারণে মারা যান দেড় বছর আগে। বাবা আব্দুল আজিজকে বাড়ির কাছে ইদিলপুর কবরস্থানে সমাহিত করেছিলেন তিনি। গত এক মাস আগে রাতের আধারে তার বাবার কবর খুড়ে কঙ্কালটি চুরি করে নিয়ে যায় চোর চক্র। সেই থেকে শোকাহত আব্দুল হাকিম।
আব্দুল হাকিম বলেন, ‘আমার বাবার কবর ছিলো আমার শেষ স্মৃতি। এখন সেই কবরের লাশও চুরি হয়ে গেছে। মাঝে মাঝে আসতাম, দোয়া করতাম। এখন সেটাও করতে পারি না। আমার বাবার লাশ যারা চুরি করে নিয়ে গেছে। আমি তাদের বিচার চাই।’
প্রায় শত বছর আগে ৯০ শতাংশ জমির উপর কবরস্থানটি নির্মাণ করে ইদিলপুর গ্রামবাসী। এখানে শায়িত আছেন এই গ্রামসহ আশে পাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের স্বজন। গত এক মাসে এই কবরস্থান থেকে রাতের আধারে কবর খুড়ে কঙ্কাল চুরি হয়েছে ১২টি। গত দুই বছরে এমন চুরির সংখ্যা শতাধিক বলছেন স্থানীয়রা। কঙ্কাল চুরির এমন ঘটনায় আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামবাসী। আরেক বাসিন্দা সেকান্দর আলী বলেন, ‘দুইটা বছর ধরে দেখছি কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। এক মাসে ১২ টা লাশ নিয়েছে চুরি করে। এটার কোনো বিচার কোনো খানে পাইতাছি না। আমরা কাকে বলবো?
এদিকে কবরস্থানটিতে পালাক্রমে পাহারা দিয়েও কোনো সুফল পায়নি স্থানীয়রা। আর আইন সম্পর্কে সঠিক ধারণা না থাকায় আইনী প্রক্রিয়ায় যেতে পারছেন না এলাকাবাসী। এমন পরিস্থিতি থেকে উদ্ধার পেতে সামাজিক বন্ধন প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি।
ঘোড়াধাপ ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া বলেন, ‘কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়ে যায়। এটা আজকে নতুন না। এটার সাথে বড় একটি সিন্ডিকেট জড়িত রয়েছে। তাই এটা থেকে আমাদের সকলকে অবশ্যই সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়া লাগবে।’
এবিষযে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ তোফাজ্জল হোসেন বলেন, এসব বিষয়ে গ্রামবাসী আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। তবুও আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। আপরাধীদের আইনের আওতায় নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের চেষ্টা করবো।