ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে সেতুর নিচে পড়ে ছিল তরুণীর মরদেহ পানি না এলে আন্দোলন চলবেই: আমীর খসরু ঘোড়াঘাটে তাতীঁদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এটিএম আজহার মুক্ত না হওয়ায় জাতি বিস্মিত ও হতবাক রুহুল আমিন ভুইঁয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল পরিদর্শন মনোহরদীতে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা জাগো বাহে, তিস্তা বাঁচাই ‘দিল্লি না তিস্তা, তিস্তা তিস্তা: তিস্তার পানির দাবিতে গণপদযাত্রায় মানুষের ঢল মির্জাপুর এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালের বেহাল দশা, সংস্কারের দাবি শ্রমিকদের বাজার করে বাড়ি ফেরার পথে ট্রাক্টর চাপায় প্রাণ গেল কলেজ শিক্ষকের তিস্তার পানিবণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার কর্মসূচির ডাক: কর্মসূচিতে মানুষের ঢল

মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্ম জয়ন্তী: মধুমেলা উপলক্ষে সাতক্ষীরায় বন্ধুসভার পাঠচক্র‍

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা:
  • আপডেট সময় : ০৫:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা:
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৫ উপলক্ষে  কবির জীবনী গ্র‍ন্থনিয়ে পাঠচক্র‍ের আয়োজন করে সাতক্ষীরা বন্ধুসভা।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে প্র‍থম আলো সাতক্ষীরা আঞ্চলিক অফিসে এ পাঠচক্র‍ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ’র সঞ্চালনায় সুনির্মল বসুর লেখা কবির জীবনী গ্র‍ন্থ থেকে পাঠ করেন বইমেলা বিষয়ক সম্পাদক জান্নাত আলম।

আলোচনা পর্বে মহা কবি মাইকেল মধুসূদন দত্তের জীবন, চরিত্র ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা বন্ধুসভার সদস্য তরুণ কবি ও লেখক তারিক ইসলাম।

আলোচনা পর্বে তারিক ইসলাম বলেন, বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ, বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সনেট রচয়িতা মহাকবি মাইকেল মধুসূদন দত্ত।তিনি ছিলেন বহু ভাষাবিদ। মাতৃভাষা ছাড়ও তিনি আরো তেরোটি ভাষা জানতেন। শিশু কালে গ্রামের টোল থেকে ফারসি ভাষা শিক্ষার মাধ্যমে তার ভাষা শিক্ষার শুরু। তিনি ইংরেজি ছাড়াও ল্যাটিন, গ্রিক, ফারসি, হিব্রু, তেলুগু, তামিল ইত্যাদি ভাষায় অনায়াসে কথা বলতে পারতেন।এমনকি ফারসি ও ইতালীয় ভাষায় কবিতাও লিখতে পারতেন তিনি।কী অপূর্ব শব্দ চয়ন, কৈশোরে পড়া কপোতাক্ষ নদ কবিতা পড়ে যে মুগ্ধতা জন্মেছিল, তা আজও অক্ষয় হয়ে আছে স্মৃতিতে। কবির প্রতি ভালোবাসা জমে যায় যখন দেখি বঙ্গভাষা’ নামক কবিতায় মধুকবি  লিখেছেন: ‘হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন।

সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা ও প্র‍থম আলো
সাতক্ষীরার নিজিস্ব প্র‍তিবেদক কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে পাঠচক্রের আসরে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বন্ধুসভার যুগ্ন
সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ ইমন,
দপ্তর সম্পাদক নাঈমুর রহমান নাঈম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহন রায়, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক নয়ন সানা, সদস্য হৃদিতা আজাদ নিধি, ইফতে জামিল, মোঃ সিফাত হোসেন ইমতে জামিল প্র‍মুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

Quiz

1 / 1

দিনের ঘটনার টুকরো টুকরো প্রতিবেদন জনস্বার্থ সুরক্ষার জন্য যথেষ্ট ?

Your score is

The average score is 0%

0%

মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্ম জয়ন্তী: মধুমেলা উপলক্ষে সাতক্ষীরায় বন্ধুসভার পাঠচক্র‍

আপডেট সময় : ০৫:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা:
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৫ উপলক্ষে  কবির জীবনী গ্র‍ন্থনিয়ে পাঠচক্র‍ের আয়োজন করে সাতক্ষীরা বন্ধুসভা।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে প্র‍থম আলো সাতক্ষীরা আঞ্চলিক অফিসে এ পাঠচক্র‍ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ’র সঞ্চালনায় সুনির্মল বসুর লেখা কবির জীবনী গ্র‍ন্থ থেকে পাঠ করেন বইমেলা বিষয়ক সম্পাদক জান্নাত আলম।

আলোচনা পর্বে মহা কবি মাইকেল মধুসূদন দত্তের জীবন, চরিত্র ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা বন্ধুসভার সদস্য তরুণ কবি ও লেখক তারিক ইসলাম।

আলোচনা পর্বে তারিক ইসলাম বলেন, বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ, বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সনেট রচয়িতা মহাকবি মাইকেল মধুসূদন দত্ত।তিনি ছিলেন বহু ভাষাবিদ। মাতৃভাষা ছাড়ও তিনি আরো তেরোটি ভাষা জানতেন। শিশু কালে গ্রামের টোল থেকে ফারসি ভাষা শিক্ষার মাধ্যমে তার ভাষা শিক্ষার শুরু। তিনি ইংরেজি ছাড়াও ল্যাটিন, গ্রিক, ফারসি, হিব্রু, তেলুগু, তামিল ইত্যাদি ভাষায় অনায়াসে কথা বলতে পারতেন।এমনকি ফারসি ও ইতালীয় ভাষায় কবিতাও লিখতে পারতেন তিনি।কী অপূর্ব শব্দ চয়ন, কৈশোরে পড়া কপোতাক্ষ নদ কবিতা পড়ে যে মুগ্ধতা জন্মেছিল, তা আজও অক্ষয় হয়ে আছে স্মৃতিতে। কবির প্রতি ভালোবাসা জমে যায় যখন দেখি বঙ্গভাষা’ নামক কবিতায় মধুকবি  লিখেছেন: ‘হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন।

সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা ও প্র‍থম আলো
সাতক্ষীরার নিজিস্ব প্র‍তিবেদক কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে পাঠচক্রের আসরে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বন্ধুসভার যুগ্ন
সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ ইমন,
দপ্তর সম্পাদক নাঈমুর রহমান নাঈম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহন রায়, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক নয়ন সানা, সদস্য হৃদিতা আজাদ নিধি, ইফতে জামিল, মোঃ সিফাত হোসেন ইমতে জামিল প্র‍মুখ।