ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়া শেরপুর থানার বিশেষ অভিযানে প্রতারক চক্রের মূল হতাসহ ৫ জন গ্রেপ্তার।

মোত্তালিব সরকারঃ
  • আপডেট সময় : ১১:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোত্তালিব সরকারঃ
বগুড়া শেরপুর থানার অভিযানে, নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড এর নাম ব্যবহার করে অনলাইন প্রতারনা করা, প্রতারক চক্রের মূল হোতা সহ ৫ জন গ্রেফতার করা হয়।  প্রতারক চক্রের মূল হোতা আঃ খালেক সরকার একজন পেশাদার প্রতারক এর বিরুদ্ধে ০৭ টি সাজা পরোয়ানাসহ মোট ১৪ টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী রহিয়াছে। এসব প্রতারক চক্রের নিকট হইতে, প্রতারনার কাজে ব্যবহৃত  মোবাইল ফোন, একাধিক মোবাইল সীম ও এনআইডি কার্ড উদ্ধার করা হয়।

বগত ইংরেজি ০৩ অক্টোবর ২০২৪ তারিখে শেরপুর থানায় ১৮৬০ পেনাল কোডে ৪০৭,৪২০,৩৪ ধারায় ০৫ নং মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোছাঃ জাকিয়া সুলতানা তার পরিচালনায়, সুলতানা এগ্রো ফার্ম নামক ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ফিডমিল আইটেমের ব্যবসা করেন। ব্যবসা করাকালীন, জনৈক আলহাজ্জ সামিউল(ছদ্মনাম)  এর সাথে  তার বগুড়া জেলার শেরপুর থানার স্যানাল পাড়াস্থ যমুনা ব্যাংকের নীচতলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় এবং উক্ত জনৈক আলহাজ্জ সামিউল তার নিকট হইতে সয়ামিল ক্রয় করে নিতে চায়। দরদাম ঠিক হওয়ার পরে বাদী উক্ত জনৈক আলহাজ্জ সামিউলকে মোট ১৫ টন ফ্রেস কোম্পানীর হাই প্রোটিন সয়ামিল দিতে রাজী হয় এবং শর্ত মোতাবেক উক্ত সয়ামিল উক্ত জনৈক আলহজ্জ সামিউল  নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী  লিঃ, বসুন্দিয়া , যশোর হইতে ডেলিভারী পাওয়ার পর বাদীকে মালের দাম পরিশোধ করিবেন। শর্ত মোতাবেক ইং ০৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ ভোর ০৪.০০ ঘঃ মেসার্স এনআর ট্রান্সপোর্ট এর মাধ্যমে জনৈক আঃ সোবহান(ট্রাক ড্রাইভার) এর রেজিঃ ঢাকা মেট্রো ট-২২-৩৭০৫ ট্রাকে উক্ত মালামাল লোড হয় এবং বাদী উক্ত ট্রাকের ভাড়া বাবদ বিকাশে ইং ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ১৫,৮০০/- টাকা প্রেরন করেন। মালামাল ডেলিভারী নেওয়ার পরে উক্ত জনৈক আলহজ্জ সামিউল ও জনৈক আঃ সোবহান(ট্রাক ড্রাইভার)  টাকা দিতে তালাবাহানা করে। এক পর্ষায়ে  উক্ত জনৈক আলহজ্জ সামিউল একটি নিষ্ক্রিয় চেক বাদীকে পাঠায়। পরবর্তীতে বাদী শেরপুর থানায় হাজির হয়ে একটি মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আমিরুল ইসলাম তথ্য প্রযক্তির সহায়তায় তদন্ত করে ১৯ অক্টোবর ২০২৪ ইং তারিখে যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার সহিত জড়িত ট্রাক চালক ১। মোঃ আঃ সোবহান(৩২), পিতা মৃত শামসুল বিশ্বাস, সাং-গাংড়া উত্তরপাড়া, থানা- মনিরামপুর, জেলা যশোর, ট্রাকের হেলপার ২। মোঃ তুহিন হোসেন কাজল(২২), পিতা মোঃ মাহাবুর, সাং হুরের গাতী, থানা- মনিরামপুর, জেলা যশোর, ৩। মোঃ জাহিদুল ইসলাম(৪০), পিতা মোঃ আঃ কাশেম, সাং-মশিউর নগর, থানা চৌগাছা, জেলা যশোরদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী ২০ অক্টোবর ২০২৪ইং তারিখে যশোর জেলার কোতয়ালী থানার পালবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার মূল হোতা আসামী ৪। মোঃ খালেক সরকার(৩৫)(ছদ্মনাম আলহাজ্জ ছামিউল ইসলাম), পিতা ইসমাইল হোসেন সরকার, সাং-দোদারীয়া, থানা-চাটমোহড় পাবনাকে গ্রেফতার করা হয় এবং আসামীর দেওয়া তথ্যর ভিত্তিতে পাবনা জেলার জেলার চাটমোহর থানার দোদারীয়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার সহিত জড়িত ৫। মোঃ খাইরুল ইসলাম(৪৫), পিতা ইসমাইল হোসেন সরকার, সাং-দোদারীয়া, থানা-চাটমোহড় পাবনাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে শেরপুর থানা গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়া শেরপুর থানার বিশেষ অভিযানে প্রতারক চক্রের মূল হতাসহ ৫ জন গ্রেপ্তার।

আপডেট সময় : ১১:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

মোত্তালিব সরকারঃ
বগুড়া শেরপুর থানার অভিযানে, নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড এর নাম ব্যবহার করে অনলাইন প্রতারনা করা, প্রতারক চক্রের মূল হোতা সহ ৫ জন গ্রেফতার করা হয়।  প্রতারক চক্রের মূল হোতা আঃ খালেক সরকার একজন পেশাদার প্রতারক এর বিরুদ্ধে ০৭ টি সাজা পরোয়ানাসহ মোট ১৪ টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী রহিয়াছে। এসব প্রতারক চক্রের নিকট হইতে, প্রতারনার কাজে ব্যবহৃত  মোবাইল ফোন, একাধিক মোবাইল সীম ও এনআইডি কার্ড উদ্ধার করা হয়।

বগত ইংরেজি ০৩ অক্টোবর ২০২৪ তারিখে শেরপুর থানায় ১৮৬০ পেনাল কোডে ৪০৭,৪২০,৩৪ ধারায় ০৫ নং মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোছাঃ জাকিয়া সুলতানা তার পরিচালনায়, সুলতানা এগ্রো ফার্ম নামক ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ফিডমিল আইটেমের ব্যবসা করেন। ব্যবসা করাকালীন, জনৈক আলহাজ্জ সামিউল(ছদ্মনাম)  এর সাথে  তার বগুড়া জেলার শেরপুর থানার স্যানাল পাড়াস্থ যমুনা ব্যাংকের নীচতলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় এবং উক্ত জনৈক আলহাজ্জ সামিউল তার নিকট হইতে সয়ামিল ক্রয় করে নিতে চায়। দরদাম ঠিক হওয়ার পরে বাদী উক্ত জনৈক আলহাজ্জ সামিউলকে মোট ১৫ টন ফ্রেস কোম্পানীর হাই প্রোটিন সয়ামিল দিতে রাজী হয় এবং শর্ত মোতাবেক উক্ত সয়ামিল উক্ত জনৈক আলহজ্জ সামিউল  নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী  লিঃ, বসুন্দিয়া , যশোর হইতে ডেলিভারী পাওয়ার পর বাদীকে মালের দাম পরিশোধ করিবেন। শর্ত মোতাবেক ইং ০৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ ভোর ০৪.০০ ঘঃ মেসার্স এনআর ট্রান্সপোর্ট এর মাধ্যমে জনৈক আঃ সোবহান(ট্রাক ড্রাইভার) এর রেজিঃ ঢাকা মেট্রো ট-২২-৩৭০৫ ট্রাকে উক্ত মালামাল লোড হয় এবং বাদী উক্ত ট্রাকের ভাড়া বাবদ বিকাশে ইং ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ১৫,৮০০/- টাকা প্রেরন করেন। মালামাল ডেলিভারী নেওয়ার পরে উক্ত জনৈক আলহজ্জ সামিউল ও জনৈক আঃ সোবহান(ট্রাক ড্রাইভার)  টাকা দিতে তালাবাহানা করে। এক পর্ষায়ে  উক্ত জনৈক আলহজ্জ সামিউল একটি নিষ্ক্রিয় চেক বাদীকে পাঠায়। পরবর্তীতে বাদী শেরপুর থানায় হাজির হয়ে একটি মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আমিরুল ইসলাম তথ্য প্রযক্তির সহায়তায় তদন্ত করে ১৯ অক্টোবর ২০২৪ ইং তারিখে যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার সহিত জড়িত ট্রাক চালক ১। মোঃ আঃ সোবহান(৩২), পিতা মৃত শামসুল বিশ্বাস, সাং-গাংড়া উত্তরপাড়া, থানা- মনিরামপুর, জেলা যশোর, ট্রাকের হেলপার ২। মোঃ তুহিন হোসেন কাজল(২২), পিতা মোঃ মাহাবুর, সাং হুরের গাতী, থানা- মনিরামপুর, জেলা যশোর, ৩। মোঃ জাহিদুল ইসলাম(৪০), পিতা মোঃ আঃ কাশেম, সাং-মশিউর নগর, থানা চৌগাছা, জেলা যশোরদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী ২০ অক্টোবর ২০২৪ইং তারিখে যশোর জেলার কোতয়ালী থানার পালবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার মূল হোতা আসামী ৪। মোঃ খালেক সরকার(৩৫)(ছদ্মনাম আলহাজ্জ ছামিউল ইসলাম), পিতা ইসমাইল হোসেন সরকার, সাং-দোদারীয়া, থানা-চাটমোহড় পাবনাকে গ্রেফতার করা হয় এবং আসামীর দেওয়া তথ্যর ভিত্তিতে পাবনা জেলার জেলার চাটমোহর থানার দোদারীয়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার সহিত জড়িত ৫। মোঃ খাইরুল ইসলাম(৪৫), পিতা ইসমাইল হোসেন সরকার, সাং-দোদারীয়া, থানা-চাটমোহড় পাবনাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে শেরপুর থানা গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করেন।