রায়গঞ্জে চান্দাইকোনাতে সিরাতুন্নবী(সা.) উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে

মোঃ জাকির হোসেন রনি, সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনাতে পবিত্র সিরাতুন্নবী (সা:) উপলক্ষে বিশাল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বাদ আছর বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দাইকোনা ও সিমাবাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে চান্দাইকোনা পাবনা বাজার থেকে র্যালী বের হয়ে মহাসড়কের পাশ দিয়ে সীমাবাড়ী পর্যন্ত প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে প্রায় পাঁচ শতাধিক মুসলিম অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. খোরশেদ আলম, চান্দাইকোনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ডা: জাকারিয়া হোসাইন, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম, সীমাবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলতাফ হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চান্দাইকোনা ইউনিয়ন কমিটির সভাপতি জনাব মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।এসময় বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো চান্দাইকোনা বাজার এলাকা।পরে বড় সমিতির সামনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আবুল কালাম বিশ্বাস, সীমাবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ ইমাম হোসাইন প্রমুখ।আ
লোচনা সভা শেষে মোনাজাতে দেশবাসী ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে ও সুর কাফেলা ইসলামিক সংগীত সংগঠনের শিল্পীদের কন্ঠে নাতে রাসুল পরিবেশনায় কর্মসূচীর সমাপ্তি ঘটে।