রংপুর মহানগর যুবলীগের কর্মী সভা ও সদস্য সংগ্রহ শুরু

- আপডেট সময় : ০৭:৫০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনকে শক্তিশালী করতে কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেছে রংপুর মহানগর যুবলীগ।
সোমবার দুপুরে রংপুর নগরীর বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন হয়। কর্মী সভার আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম। রংপুর মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশারের সভাপতিত্বে ও রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর মহানগর যুবলীগের সহসভাপতি হেলাল হোসেন, যুগ্ম সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ ও শহীদুজ্জামান লাভলু, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আমু, দপ্তর সম্পাদক আরবার হোসেন রিয়েল, রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মী সভায় বক্তারা বলেন, দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বের কারনে উন্নয়নের মধ্যদিয়ে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি জামায়াত দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, আওয়ামীলীগ নিয়ে ষড়যন্ত্র করছে। আর তাদের মদদ দিচ্ছে আমেরিকা। এই সকল ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য এবং বিএনপি জামায়াত কে মোকাবিলায় আওয়ামীলীগের ভ্যানগার্ড হিসেবে পরিচিত যুবলীগকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল থেকে কাজ শুরু হয়েছে।
সেই ধারাবাহিকতায় রংপুর মহানগর যুবলীগের কর্মী সভা ও সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হলো। তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহে যাতে বিএনপি জামায়াতের দোষর কিংবা সমর্থনকারীরা ঢুকে না পরে, সেদিকে লক্ষ রাখার আহবান জানান নেতৃবৃন্দ। কর্মী সভা শেষে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।