রংপুরের দুই শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস

- আপডেট সময় : ০৭:৪৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার রংপুর
সিঙ্গেল হাউস প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস’ গ্রাচুয়াল সিরিমনি অনুষ্ঠানে রংপুর জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হয়েছে। (১১ জুন) মঙ্গলবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
গতকাল রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে উক্ত প্লাস্টিক ফ্রি স্কুল হিসেবে গ্রাজুয়েট ঘোষণা করেন। পরিবেশ অধিদপ্তর এর সহযোগিতায় উক্ত স্কুলে দীর্ঘ ১ বছর ধরে নানা কার্যক্রমের মাধ্যমে তাদের ক্যাম্পাস প্লাস্টিক ফ্রী করার জন্য চেষ্টা করে তাদের কাঙ্ক্ষিত সফলতা প্রাপ্তিতে উক্ত অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
এ সময় বিদ্যালয়টি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধ শীর্ষক ডিসপ্লে প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হোসেন জানান, আজকের সমাবর্তন অনুষ্ঠানে আমাদের প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
স্কুলগুলোর শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রতিশ্রুতি এবং কঠোর পরিশ্রম সত্যিই প্রশংসার যোগ্য।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আজাহারুল ইসলাম ও সহকারী পরিচালক বিজন কুমার রায়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুমায়া পারভীন সহ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকাবৃন্দ।