সিরাজগঞ্জ কাজীপুর গোডাউনে তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি।

- আপডেট সময় : ০৯:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের কাজীপুর সোনামুখীতে গোডাউনের তালা ভেঙ্গে মালামাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ই জুন) সন্ধ্যা ৬.০০ ঘটিকার সময়ে উপজেলার সোনামুখী বাজারের দক্ষিণ- পূর্ব ব্রিজ সংলগ্ন একটি গোডাউনে এ ঘটনা ঘটে। সরেজমিনে জানা যায়, বগুড়া জেলার শেরপুর তাজপুর গ্রামের বাসিন্দা মৃত হাসান আলীর ছেলে নূরুল ইসলাম (৩৪) ঘটনা স্থানে গোডাউন ভাড়া নিয়ে দীর্ঘ দিন যাবৎ ব্যবসা পরিচালনা করিয়া আসিতে ছিলেন। গত ২৪ শে মে তিনি মালামাল সহ গোডাউন তালা বন্ধ করে চাবি নিয়ে চলে আসেন। পরবর্তীতে ১৩ই জুন গোডাউন থেকে মালামাল আনতে গেলে তিনি দেখেন তার গোডাউনের তালা ভাঙ্গা এবং গোডাউনে কোন মালামাল নেই। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন জানান, একই জেলা উপজেলার রামচন্দ্রপুর পাড়ার বাসিন্দা মৃত আমিনুল ইসলামের ছেলে মোঃ শরিফুল ইসলাম শুভ (৩৩) সহ রেজওয়ান (৩৮) গোডাউনে থাকা ২০ লক্ষ ৬৮ হাজার ৫০০/- টাকার মালামা চুরি করে নিয়ো যায়। এ বিষয়ে জানতে চাইলে, কাজীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে অভিযুক্ত মোঃ শরিফুল ইসলাম শুভ, রেজওয়ান সাথে যোগাযোগা করতে গেলে তারা সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়।