ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে সেতুর নিচে পড়ে ছিল তরুণীর মরদেহ পানি না এলে আন্দোলন চলবেই: আমীর খসরু ঘোড়াঘাটে তাতীঁদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এটিএম আজহার মুক্ত না হওয়ায় জাতি বিস্মিত ও হতবাক রুহুল আমিন ভুইঁয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল পরিদর্শন মনোহরদীতে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা জাগো বাহে, তিস্তা বাঁচাই ‘দিল্লি না তিস্তা, তিস্তা তিস্তা: তিস্তার পানির দাবিতে গণপদযাত্রায় মানুষের ঢল মির্জাপুর এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালের বেহাল দশা, সংস্কারের দাবি শ্রমিকদের বাজার করে বাড়ি ফেরার পথে ট্রাক্টর চাপায় প্রাণ গেল কলেজ শিক্ষকের তিস্তার পানিবণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার কর্মসূচির ডাক: কর্মসূচিতে মানুষের ঢল

রাঙ্গুনিয়ায় প্রতিদ্বন্দ্বী ছাড়াই ভাইস চেয়ারম্যান পদে চলছে ভোটের আয়োজন

রাঙ্গুনিয়া চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গুনিয়া চট্টগ্রাম প্রতিনিধি:

আসন্ন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। রাঙ্গুনিয়াসহ ভোট গ্রহণ করা হবে ১৬১ উপজেলায়।

এ ধাপে আগামীকাল ২১ মে রাঙ্গুনিয়া উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াই শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণের যাবতীয় আয়োজন চলছে। ইতিমধ্যেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি উপজেলায় এসেছেন বিজিবি সদস্য। নিয়ম অনুযায়ী প্রতিটি কেন্দ্রের জন্য ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ, তাদের প্রশিক্ষণ প্রদান ও দায়িত্ব বণ্টনসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা প্রশাসন। কিন্তু ভোটের এতোসব আয়োজনের মাঝেও ভোটারদের এই নিয়ে তেমন আগ্রহ নেই। অনেকে জানেন-ই না কখন ভোট গ্রহণ করা হবে কাকে ভোট দেবে, কোন প্রার্থীর কি প্রতীক। নিয়ম রক্ষার এই নির্বাচনের জন্য উল্টো সরকারের কোটি টাকার অধিক আর্থিক ব্যয় হবে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

রাঙ্গুনিয়ায় এই পদে শেখর বিশ্বাস ওমর ফারুক এই দু’জন প্রার্থ প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু সম্প্রতি শেখর বিশ্বাসকে সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওমর ফারুক নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে নির্বাচন মাঠে শেখর বিশ্বাস ছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ায় একক প্রার্থী হওয়া সত্ত্বেও চলছে ভোট গ্রহণের আয়োজন।

উপজেলায় কয়েকজন ভোটের সাথে কথা বলে তারা জানান, ‘ভাইস চেয়ারম্যান পদে এখন একক প্রার্থী, তবুও ভোট হচ্ছে। অথচ এই ধরনের নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ নেই। রাঙ্গুনিয়ায় এর আগে এই ধরনের ভোট আগে কখনো হয়েছে কিনা কারো জানা নেই, তাছাড়া ভোট কখন হবে তা অনেকে জানেন-ই না। এই ভোট আয়োজনের জন্য শুধু শুধু সরকারের কোটি কোটি টাকা অপচয় ছাড়া আর কিছু না।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব বলেন, একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী অপর প্রার্থীকে সমর্থন জানাতে পারে। কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ায় সরকারিভাবে তা গ্রহণযোগ্য নয়। তাই ব্যালট পেপারে দুই প্রার্থীরই প্রতীক আসবে। তিনি আরো বলেন, রাঙ্গুনিয়ায় নির্বাচনের ৯৫টি কেন্দ্রের ৬২১টি বুথে ভোট গ্রহণে জন্য প্রস্তুত করা হয়েছে। নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি, ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রত্যেকটির জন্য ১ জন করে ১৬ জন ম্যাজিস্ট্রেট মোতায়ন থাকবে। এই নির্বাচনে ভোটার সংখ্যা হল ২ লাখ ৯৮ হাজার ৬৭৯ জন।

এইদিকে, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি এবং নারী ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক হোসনে আরা বেগমকে গত (২রা মে) রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান এর স্বাক্ষরিত বাংলাদেশ নির্বাচন ফরম-ঙ এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বলে জানায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

Quiz

1 / 1

দিনের ঘটনার টুকরো টুকরো প্রতিবেদন জনস্বার্থ সুরক্ষার জন্য যথেষ্ট ?

Your score is

The average score is 0%

0%

রাঙ্গুনিয়ায় প্রতিদ্বন্দ্বী ছাড়াই ভাইস চেয়ারম্যান পদে চলছে ভোটের আয়োজন

আপডেট সময় : ০৮:৪৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

রাঙ্গুনিয়া চট্টগ্রাম প্রতিনিধি:

আসন্ন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। রাঙ্গুনিয়াসহ ভোট গ্রহণ করা হবে ১৬১ উপজেলায়।

এ ধাপে আগামীকাল ২১ মে রাঙ্গুনিয়া উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াই শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণের যাবতীয় আয়োজন চলছে। ইতিমধ্যেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি উপজেলায় এসেছেন বিজিবি সদস্য। নিয়ম অনুযায়ী প্রতিটি কেন্দ্রের জন্য ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ, তাদের প্রশিক্ষণ প্রদান ও দায়িত্ব বণ্টনসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা প্রশাসন। কিন্তু ভোটের এতোসব আয়োজনের মাঝেও ভোটারদের এই নিয়ে তেমন আগ্রহ নেই। অনেকে জানেন-ই না কখন ভোট গ্রহণ করা হবে কাকে ভোট দেবে, কোন প্রার্থীর কি প্রতীক। নিয়ম রক্ষার এই নির্বাচনের জন্য উল্টো সরকারের কোটি টাকার অধিক আর্থিক ব্যয় হবে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

রাঙ্গুনিয়ায় এই পদে শেখর বিশ্বাস ওমর ফারুক এই দু’জন প্রার্থ প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু সম্প্রতি শেখর বিশ্বাসকে সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওমর ফারুক নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে নির্বাচন মাঠে শেখর বিশ্বাস ছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ায় একক প্রার্থী হওয়া সত্ত্বেও চলছে ভোট গ্রহণের আয়োজন।

উপজেলায় কয়েকজন ভোটের সাথে কথা বলে তারা জানান, ‘ভাইস চেয়ারম্যান পদে এখন একক প্রার্থী, তবুও ভোট হচ্ছে। অথচ এই ধরনের নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ নেই। রাঙ্গুনিয়ায় এর আগে এই ধরনের ভোট আগে কখনো হয়েছে কিনা কারো জানা নেই, তাছাড়া ভোট কখন হবে তা অনেকে জানেন-ই না। এই ভোট আয়োজনের জন্য শুধু শুধু সরকারের কোটি কোটি টাকা অপচয় ছাড়া আর কিছু না।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব বলেন, একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী অপর প্রার্থীকে সমর্থন জানাতে পারে। কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ায় সরকারিভাবে তা গ্রহণযোগ্য নয়। তাই ব্যালট পেপারে দুই প্রার্থীরই প্রতীক আসবে। তিনি আরো বলেন, রাঙ্গুনিয়ায় নির্বাচনের ৯৫টি কেন্দ্রের ৬২১টি বুথে ভোট গ্রহণে জন্য প্রস্তুত করা হয়েছে। নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি, ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রত্যেকটির জন্য ১ জন করে ১৬ জন ম্যাজিস্ট্রেট মোতায়ন থাকবে। এই নির্বাচনে ভোটার সংখ্যা হল ২ লাখ ৯৮ হাজার ৬৭৯ জন।

এইদিকে, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি এবং নারী ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক হোসনে আরা বেগমকে গত (২রা মে) রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান এর স্বাক্ষরিত বাংলাদেশ নির্বাচন ফরম-ঙ এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বলে জানায়।