আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমাণু বিজ্ঞানী ডা. ওয়াজেদ মিয়া’র ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

- আপডেট সময় : ১১:০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার রংপুর
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী, আন্তর্জাতিক খ্যাতি পরমাণু বিজ্ঞানী ডা. এমএ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যু বার্ষিকী আজ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা এমএ ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন।
তিনি তাঁর সমগ্র কর্মজীবনে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ, জাতি ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন।
এ উপলক্ষে পীরগঞ্জের ফতেপুরস্থ মিয়া বাড়িতে আজ (৯ মে) বৃহস্পতিবার সকালে ডা. ওয়াজেদ ফাউন্ডেশন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ-মাহফিল ও দিনব্যাপী কোরআনখানির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ডা. ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন বকুল।
এছাড়াও পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে জুমকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন জাতীয় সংসদের স্পিকার,
স্থানীয় সংসদ সদস্য ডা. শিরীন শারমীন চৌধুরী।
সভায় সভাপতিত্ব করবেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান।
উল্লেখ্য, ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন এবং ২০০৯ সালের ৯ মে ডা. এমএ ওয়াজেদ মিয়া ঢাকার স্কয়ার হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকান্ডের সময় স্ত্রী শেখ হাসিনা সহ জার্মানীতে অবস্থান করছিলেন তিনি। এসময় বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাও তাদের সঙ্গে ছিলেন।
১৫ আগস্টের নৃশংস ঘটনার পর ৭ বছর স্ত্রী সন্তানদের নিয়ে তিনি নির্বাসিত জীবন কাটান।