প্রবাস জীবন

- আপডেট সময় : ০১:২২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ২৭১ বার পড়া হয়েছে

এম জামিরুল ইসলাম (জামির)
সজনী ছাড়া রজনী আমার নিশি জাগা ভোর,
দুঃখ আমার কুয়াশা হয়ে বন্ধ হয়েছে দোর।
ভাসিয়ে গেছে প্রেমের তরী কোনসে দুরের ভেলায়,
নিয়তি দেখি কতদুর নিয়ে খেলায়।
মনের আকাশ কালো হয়ে ম্লান হয়ে যায় রবি,
পুড়ামনের গ্রহীন প্রদেশে ভেসে উঠেনা ছবি।
আঁখি পল্লব সিক্ত হয়ে গড়িয়ে পরে জল।
কদম যেমন বর্ষা কালে কাঁদে ছল-ছল।
প্রবাস হাজার কষ্টের জীবন কত ছলনার খেলা,
তুষের অনল বুকে নিয়ে কাটে প্রবাস বেলা।
কত রঙিন সপ্ন আঁকা সবার আগে দেশ,
হাজার কষ্ট বুকে চেপে গর্ব করি বেশ,
প্রবাসীদের দুঃখ কষ্ট মনে রাখে কে কবে
আমাদের দেশের আদম দালাল কোন দিন কি ভালো হবে?
দেশ চলে প্রবাসিদের পাঠানো রক্ত ঘামানো টাকায়
তারাই কেন হয়রানি হয় এয়ারপোর্ডে ঢাকায়?
কতটুকু সুখ কুরিয়ে পাওয়া যায় ফোন অার চিঠির খামে,
কষ্টের ছাপ লেগে থাকে গন্ধ গায়ে ঘামে।
বেদনার সব তুলি দিয়ে দুঃখ যদি আঁকি
জনম- জনম হৃদয় ভেঙে হবে মাখা মাখি।
এ জীবনে যদি পেতাম একটু খানি সুখ
ধন্য হতো প্রবাস জীবন ভরে যেত বুক





























