কালিগঞ্জে অনুমোদনহীন অবৈধ ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান

- আপডেট সময় : ০৮:৩০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে

মো: আলাউদ্দীন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার অনুমোদন বিহীন ৩ টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের আকস্মিক অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জরিমানা আদায়কৃত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার গুলো হলো নলতার ডাঃ অনন্যা ওরফে মাসুম পরিচালিত ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অনুমোদন ছাড়া বিভিন্ন অনিয়মের কারণে ৫০ হাজার টাকা, আব্দুল বারীর নলতা আহছানিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১০ হাজার টাকা এবং মৌতলা বাজারে অবস্থিত ডিজিটাল ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল কবিরের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আজহার আলী, সাতক্ষীরার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নাজমুল হাসান এবং উপজেলা স্বাস্থ্য সহকারী পরিদর্শক আব্দুস সোবহানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।