কুড়িয়া পাওয়া সুমিরের দায়িত্ব লিনেন পৌর মেয়র ছানু

- আপডেট সময় : ০২:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ১৬৯ বার পড়া হয়েছে

মোঃ কবির হোসেন, জামালপুরঃ
গত ৯ দিন আগে ছেলেটি হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর এক ব্যক্তি ছেলেটিকে সাথে নিয়ে তার দেওয়া তথ্যমতে বাড়িতে নিয়ে গেলে ছেলেটির নানা-নানী তার দায়িত্ব নিতে অস্বীকার করেন। পরে স্থানীয় সেই ব্যক্তি ছেলেটিকে নিয়ে জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু কে তুলে ধরেন।
সেই হতভাগা ছেলেটির নাম সুমির। জামালপুর পৌরসভার অন্তর্গত পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় বসবাস করেন। সেই সুমির এর দায়িত্বভার গ্রহণ করেছেন জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
এ ব্যাপারে জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, কুড়িয়ে পাওয়া ছেলেটির দায়িত্ব নিয়েছি। তার ভরণ-পোষণের দায়িত্ব আমার ।
তিনি আশা করেন শিশুটি একদিন বড় হয়ে পড়ালেখা শিখে মানবসেবায় নিয়োজিত হবে।