ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের উপর হামলায় ৭জন গ্রেফতার। নরসিংদীতে ১২ ঘন্টার মধ্যেই মিললো স্বামী-স্ত্রী দুজনের মরদেহ দ্রুত তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন চাই- ডা.শফিকুর রহমান ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি। ৬শ কর্মী মিলে ঢাকা যাত্রাবাড়ী-সাইনবোর্ড মহাসড়কে পরিচ্ছন্নতা অভিযান। রাজউকের অভিযানে তিন ভবনের নির্মাণকাজ বন্ধ ও জরিমানা। নৌকাডুবিতে নিখোঁজের ১৫ ঘণ্টা পর শীতলক্ষা নদী থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার রক্ত মিশিয়ে মাংস বিক্রি, ২ হাজার টাকা জরিমানা আমার প্রশ্ন, হাসিনুর কি মানুষ নয়? মানুষ হয়ে মানুষের বুকের ওপর পা দিয়ে গুলি করে কীভাবে হত্যা করে? ওয়ারেন্টি দিচ্ছি, দেশের মানুষ নিরাপত্তা ও সম্মান নিয়ে বাঁচবে’ : ডা. শফিকুর রহমান ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

মানবতাবিরোধী অপরাধে নকলার ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

মাহদি হাসান, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহদি হাসান, শেরপুর প্রতিনিধিঃ

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে শেরপুরের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

দণ্ডিতরা হলেন- কুর্শা বাদাগৈড় খইড়া পাড়া মহল্লার সাবেক পৌর, মেয়র মোখলেছুর রহমান তারা। টালকি ইউনিয়নের বিবিরচর মহল্লার এ কে এম আকরাম হোসেন,বাজারদি মহল্লার এফ এম আমিনুজ্জামান ফারুক

মুক্তিযুদ্ধের সময় নকলা উপজেলায় ছয়জনকে হত্যা, অপহরণ, আটক-নির্যাতন ও অগ্নিসংযোগের মত অভিযোগে দোষী সাব্যস্ত করে তাদের এই সাজা দেওয়া হয়েছে।

বিচারপতি মো. শাহিনুর ইসলাম নেতৃত্বাধীন তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার এ মামলার রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

আদালতে প্রসিকিউশন পক্ষে এ মামলা লড়েন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, সুলতান মাহমুদ শিমন ও রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী আবদুস সোবহান তরফদার ও আবদুস সাত্তার।

গত ২৪ জানুয়ারি উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছিল ট্রাইব্যুনাল।

নকলা উপজেলার এই তিন আসামি একাত্তরে ছিলেন মুসলিম লীগের সদস্য ছিলেন বলে জানা যায়। মুক্তিযুদ্ধ শুরু হলে তারা রাজাকার বাহিনীতে যোগ দেন।

যুদ্ধের সময় তাদের বিরুদ্ধে নকলার বিভিন্ন স্থানে ছয়জনকে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, অগ্নিসংযোগের মত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এ মামলায়।

মামলার নথি থেকে জানা যায়, নকলার চার রাজাকারের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

২০১৮ সালের ৩০ অগাস্ট চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচার চলাকালে বার্ধক্যজনিত কারণে আসামি এমদাদুল হক খাজা মারা যান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানবতাবিরোধী অপরাধে নকলার ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

আপডেট সময় : ০৯:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪

মাহদি হাসান, শেরপুর প্রতিনিধিঃ

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে শেরপুরের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

দণ্ডিতরা হলেন- কুর্শা বাদাগৈড় খইড়া পাড়া মহল্লার সাবেক পৌর, মেয়র মোখলেছুর রহমান তারা। টালকি ইউনিয়নের বিবিরচর মহল্লার এ কে এম আকরাম হোসেন,বাজারদি মহল্লার এফ এম আমিনুজ্জামান ফারুক

মুক্তিযুদ্ধের সময় নকলা উপজেলায় ছয়জনকে হত্যা, অপহরণ, আটক-নির্যাতন ও অগ্নিসংযোগের মত অভিযোগে দোষী সাব্যস্ত করে তাদের এই সাজা দেওয়া হয়েছে।

বিচারপতি মো. শাহিনুর ইসলাম নেতৃত্বাধীন তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার এ মামলার রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

আদালতে প্রসিকিউশন পক্ষে এ মামলা লড়েন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, সুলতান মাহমুদ শিমন ও রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী আবদুস সোবহান তরফদার ও আবদুস সাত্তার।

গত ২৪ জানুয়ারি উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছিল ট্রাইব্যুনাল।

নকলা উপজেলার এই তিন আসামি একাত্তরে ছিলেন মুসলিম লীগের সদস্য ছিলেন বলে জানা যায়। মুক্তিযুদ্ধ শুরু হলে তারা রাজাকার বাহিনীতে যোগ দেন।

যুদ্ধের সময় তাদের বিরুদ্ধে নকলার বিভিন্ন স্থানে ছয়জনকে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, অগ্নিসংযোগের মত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এ মামলায়।

মামলার নথি থেকে জানা যায়, নকলার চার রাজাকারের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

২০১৮ সালের ৩০ অগাস্ট চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচার চলাকালে বার্ধক্যজনিত কারণে আসামি এমদাদুল হক খাজা মারা যান।