চিরিরবন্দরে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের ওরিয়েন্টেশন

- আপডেট সময় : ১০:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষদের দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশনে ১৪৪ জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করে।
সোমবার (২৩ জানুয়ারী) উপজেলা হলরুমে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে, চিরিরবন্দর উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন, চিরিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোসাদ্দেক হোসেন, দিলীপ কুমার সরকার, মতিয়ার রহমান সিদ্দিকি,হুমায়ুন কবির তালুকদার ও প্রফুল্ল কুমার বর্মন প্রমূখ।