বাংলা মায়ের আশির্বাদ

- আপডেট সময় : ০১:২৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ৩১৩ বার পড়া হয়েছে

বাংলা মায়ের আশির্বাদ
প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
বাংলা আমার জন্মভূমি মা, বাংলা আমার আত্মা দেহ-
বাংলা মায়ের প্রতি ভালোবাসা ছিনিয়ে নিতে পারবেনা কেহ,
বাংলা মায়ের আশির্বাদে সারাক্ষন প্রতিটি কর্ম ও কাজে-
সুখ সফলতা প্রশান্তি খুঁজে পাই রোজ সকাল দুপর সাঁঝে!
বাংলা মায়ের রুপসী রুপ যখন প্রকৃতিতে প্রতিফলিত হয়-
যেখানে যেথায় যেভাবেই হোক মায়ায় সবার চোখ পড়ে রয়.
মায়ের প্রতি ভালোবাসা ও আরাধনা মোর বাড়ছে অবিরাম-
হৃদয়ের রক্ত ফোটায় কণিকায় প্রতিধ্বনিত হয় মায়ের নাম!
প্রিয় বঙ্গজননী বঙ্গভূমি মায়ের আশির্বাদে আমি যে কবি-
চলতে ফিরতে যেথায় যাই কাব্য আঁচরে আঁকি মায়ের ছবি,
মা যে আমার বক্ষধারিনী বাংলা মা উদারতায় মহিয়সী তুমি-
প্রাণের প্রিয় স্বদেশ আমার জগত মাঝে অপরুপ জন্মভূমি।
মাগো তোমার নিরেট আশির্বাদে জগত জোড়া মোর নাম-
তোমার বুকেই জন্মেছি বলেই ধন্য হয়েছে স্বার্থকতায় ধাম,
কভুও ভাবিনি ভাবতে পারিনা মা তোমাকে স্বার্থটানে একা-
ক্লান্তি লগ্নে বুকের তাজা রক্ত ঢালার পরীক্ষায় পাবে দেখা!
দেশমাতা তোমার বিপদে পাশে এ অভাগা রবে সারাক্ষন-
তোমার প্রতি ঋনের কিছুটা লাঘবে দিতে পারি যে জীবন,
সংঘবদ্ধ ভাবে মিলে সকলে তোমার কল্যান করবো মোরা-
বিশ্ব জুড়ে কর্তৃত্বে-মহত্বে ফুটবে তোমার নাম জগৎ জোড়া……
(রচনাকালঃ পঁচিশে জুলাই ২০০১ঈশায়ী,
ভোরঃ ০৬:৪০_০৬:৫৫, মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ,পাবনা)


























