মারুফ সরকারঃ
পদ্মা ফাইটার্সের’ জয় দিয়ে শেষ হলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ

- আপডেট সময় : ০৯:২৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ ১০০ বার পড়া হয়েছে

মারুফ সরকারঃ প্রায় দু সপ্তাহ প্র্যাকটিস শেষে শেষ হলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ ২০২৩ এর ফাইনাল খেলা। কর্ণফুলী রয়েলস ও মেঘনা ভিক্টোরিয়ার মধ্যকার অসাধারণ এক ম্যাস দিয়ে বুধবার সকাল ৯টায় শুরু হয় নক- আউট পর্ব। এতে কর্ণফুলী ১৫ রানে জয়ী হয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নেন।
দুপুর ১২ টায় দিনের ২য় ম্যাচে পদ্মার মুখোমুখি হয় টিম যমুনা। ২য় এই ম্যাচে সহজ জয় ছিনিয়ে নেয় টিম পদ্মা।
ঘড়ির কাটা যখন বিকেল তিনটা তখন ফাইনাল খেলা শুরু হওয়ার আগে পুরো বঙ্গবন্ধু ইনডোর স্টেডিয়ামে দর্শকদের করো তালিতে মুখোর স্টেডিয়ামের চারপাশ। ফাইনাল খেলে যেন পরিনত হয় সাংবাদিকদের আনন্দ আর উৎসবে। শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে নাটিকীয় জয় তুলে নেন পদ্মা ফাইটার্স।
সাংবাদিকদের এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশিদ।
এটিএন নিউজের মাল্টিমিডিয়া সাংবাদিক মোঃ সোহাগ বিশ্বাসের সঞ্চালনায় পুরস্কার প্রদানের সময় ডিবি প্রধান বলেন, মাল্টিমিডিয়া রিপোর্টাররা অনেক স্মার্ট। তাদের আয়োজনও স্মার্ট। খেলাধুলা আমি পছন্দ করি। যার ফলে এই ধরনের আয়োজনে আমি সবসময় উপস্থিত থাকার চেস্টা করি।
তিনি আরও বলেন, আমি ফুটবল খুব ভালো খেলি এরপর ফুটবল ও অন্যান্য খেলা আয়োজন করলে আমি পাশে থাকবো। এ সময় মাল্টিমিডিয়া সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ডিবির এই কর্মকর্তা।
এছাড়া ফাইনাল খেলায় বিশেষ আকর্ষণ ছিলেন বাংলা চলচ্চিত্রের সুদর্শন নায়ক হিসেবে পরিচিত চিত্রনায়ক জায়েদ খান। পুরো খেলা জুড়ে পেলেয়ারদের উৎস জুগিয়েছেন তিনি।
ফাইনার খেলার উন্মাদনা দেখে নিজেই মাঠে নেমেছিলেন ঢালিউডের এই কিং। কিন্তু পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জুনায়েদ আলম সরকারের দ্বিতীয় বলেই আউট হয়ে যান বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে খেলতে চাওয়া জনপ্রিয় এই নায়ক।
এসময় জায়েদ খান বলেন, আমি সব সময় খেলাধূলা পছন্দ করি। আপনারা যখনই ডাকবেন আমি আপনাদের ডাকে ছুটে আসবো।
খেলায় অংশগ্রহণকারী দল চারটি হলো, মেঘনা ভিক্টোরিয়া’ন্স, ‘ যমুনা ওয়ারিয়র’স’, ‘পদ্মা ফাইটার’স’ ও ‘কর্ণফুলি রয়েল’স’।
চার দলের নেতৃত্বে ছিলেন ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার তানভীর আহাম্মদ, ডিবিসি নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টারদের হাসিব পান্থ, বাংলাভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টারদের শুভ খান এবং মর্নিং টাইমস এর মাল্টিমিডিয়া রিপোর্টার শামিম আহমেদ।
উক্ত টুর্নামেন্টে সহযোগী পার্টনার হিসেবে যুক্ত ছিলেন গাজী ওভারসিজ, কর্ণফুলী ‘ক্রজ লাইন লি., মর্নিং টাইমস ইন্টারন্যাশনাল স্টান্ডার্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও এ্যামকাবা লিমিটেড।
ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন, ইত্তেফাকের হেড অফ ডিজিটাল সারাফাত হোসেন, বাংলাভিশনের হেড অফ ডিজিটাল নাবিল হোসেন, মর্নিং টাইমসের সম্পাদকও প্রকাশক রিপন গাজী, এমকাবার প্রতিনিধি তাবাসসুমসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।