সংবাদ শিরোনাম :
আমতলীতে ব্যাটারী চালিত অটোরিকশার চাপায় শিশু নিহত।

মো:মামুনুর রশিদ রাতুল,আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৯:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ১২০ বার পড়া হয়েছে

আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের উত্তর গাজীপুর নামক স্থানে ব্যাটারী চালিত অটোরিকশার চাপায় জামিলা নামে পাঁচ বছরের এক শিশু কন্যা নিহত হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার উত্তর গাজীপুর এলাকায় শিশু কন্যা জামিলা রাস্তা পাড়পাড়ের সময় চাল বোঝাই অটোরিকশা তাকে চাপায় দেয়। পরে রক্তাক্ত অবস্থায় স্বজনরা শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জামিলাকে মৃত্যু ঘোষণা করে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন বলেন, গাড়ি জব্দ করা হয়েছে।চালক পলাতক রয়েছে মামলার প্রস্তুতি চলছে।