বগুড়া শেরপুর দলিল লেখক সমিতির উদ্যোগে পালিত হয়েছে শেখ রাসেলের জন্মদিন

- আপডেট সময় : ০৯:৫১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ২৫৫ বার পড়া হয়েছে

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শেরপুর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দদের উদ্যোগে দলিল লেখক সমিতির অফিস কার্যালয়ে, ১৮ই অক্টোবর ২০২৩ তারিখে রোজ বুধবার যথাযোগ্য মর্যাদায় উৎসব মুখর পরিবেশে পালিত হয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কলিজার ছোট ভাই শহীদ শেখ রাসেলের জন্মদিন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ১৮ অক্টোবর “শেখ রাসেল দিবস” হিসেবে ঘোষণা করা হয়েছে। শিশু রাসেলের জীবন সম্পর্কে দেশের সকল শ্রেণীর পেশার মানুষ এবং শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মন্ত্রিপরিষদ এর সিদ্ধান্ত অনুযায়ী এই দিবসটির ঘোষণা করা হয়।
১৯৬৪ সালের ১৮ই অক্টোবর জাতির পিতার স্মৃতি বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জন্ম নেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট মানবতার ঘৃণশত্রু,খুনি ও ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। নরপিচাশরা তাকে ও নিষ্ঠুরভাবে হত্যা করে। আর বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছোট ছেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শহীদ শেখ রাসেলকে স্মরণ করতে শেরপুর দলিল লেখক সমিতির সকল নেতৃবৃন্দ সহ দলিল লেখকেরা পুষ্পর্পণ এবং কেক কাটা সহ নানান আয়োজনের মধ্য দিয়ে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন করেন।