
মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে ১০ জন অসহায় ব্যক্তিদের স্বাবলম্বী করতে রিকশা উপহার দিয়েছেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
আজ ১৮ অক্টোবর বুধবার বিকাল ৫টার দিকে নাজমুল চত্বর সংলগ্ন নিজ বাসভবনের সামনে থেকে সখিনা মোতাহার কল্যাণ ট্রাষ্টের আয়োজনে এই ১০টি চাবি হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক লাম এন্টারপ্রাইজের পরিচালক আলহাজ্ব শামীম তালুকদার লাবু। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অসহায় ব্যক্তিরা রিকশা পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন এবং বঙ্গবন্ধুর পরিবারও জান্নাত আরা তালুকদার হেনরীর জন্য দোয়া কামনা করেন।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার, সম্পাদক ও প্রকাশক : মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক টোলারগেট, শেরপুর, বগুড়া থেকে প্রকাশিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ: টোলারগেট, শেরপুর-৫৮৪০, শেরপুর, বগুড়া । বিজ্ঞাপন ফোন: ০৯৬৯৭-৫৪৪৮২৭, ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২