আন্দুলবাড়ীয়ায় নাইমুর ‘স স্পেশাল ব্যাচের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

- আপডেট সময় : ০৮:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ২১৫ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছাত্র -সমাজের অংশগ্রহণ “শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্ট ” অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮ ঘটিকার সময় ভয় নাই,খেলাধুলায় মিলবে জয় স্লোগান’কে ধারণ করে নাঈমুর’স স্পেশাল ব্যাচের আয়োজনে আন্দুলবাড়ীয়ার ২ নং ওয়ার্ড ছাত্র-সমাজের অংশগ্রহণে ” শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্ট ” আজ শুক্রবার সকাল ৮ ঘটিকায় মাষ্টারের আমবাগানে অনুষ্ঠিত। টুর্নামেন্টে আজকের ফাইনাল ম্যাচটিতে নীল দল হলুদ দলকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়। নাঈমুর’স স্পেশাল ব্যাচের উদ্যোগে ২ নং ওয়ার্ড ছাত্রসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। এসময় নীল দলের মির্জা সামির ও হলুদ দলের রাসেল সেরা ফুটবলার নির্বাচিত হন। সেরা ক্যাপ্টেন নির্বাচিত হয় মোঃ হুসাইন। পুরষ্কার বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়ার বিশিষ্ট ক্রিড়াবিদ মোঃ সবুজ রানা, নাঈমুর’স স্পেশাল ব্যাচের পরিচালক নাঈমুর রহমান খান, মাহামুদুল ইসলাম দিনার ও রাতুল হোসেন প্রমুখ। একইসাথে আন্দুলবাড়ীয়ার ৩ নং ওয়ার্ড ছাত্রসমাজের উদীয়মান ফুটবলারদের সাথে মতবিনিময় ও টিম সিলেকশন সম্পন্ন করা হয়।