আজ আসতে পারে আসন্ন সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা, থাকবে চমক

- আপডেট সময় : ১১:০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ২৯৭ বার পড়া হয়েছে

আজ (১২ আগস্ট ) শনিবার অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে। সভায় সভাপতিত্বে করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে মাঠে থেকে কাজ করার নির্দেশনাসহ তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশেষ বার্তা দেওয়া হবে।
এছাড়া আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূলের যেসব নেতা দলীয় কোন্দল ও দ্বন্দ্বের বিষয় দলীয় প্রধানকে অবহিত করেছেন তার বিষয়ে বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নির্দেশনা দেওয়া হবে।
এছাড়া রীতি অনুযায়ী সভায় শোকপ্রস্তাব করার পরে দলীয় বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হবে।