সংবাদ শিরোনাম :
হাসনাবাদে অটোরিকশা চার্জ দিতে গিয়ে প্রাণ গেল শাহ আলমের

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:৫২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে মো. শাহ আলম (৪৮) নামে ১জন অটো চালকের আজ (২৫ জুলাই) মঙ্গলবার দুপুরের দিকে নিজ বাড়ি হাউসের হাট গ্রামে মৃত্যু হয়েছে।
নিহত অটো চালক নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নে হাউসের হাট গ্রামের মৃত ফকর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান,অটো রিক্সা চালিয়ে চলে শাহা আলমের সংসার। আজ মঙ্গলবার দুপুরে নিজের অটো চার্জ দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, বিদ্যুৎস্পৃষ্ট জনিত কারণে শাহ আলম নামের ১ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে তিনি হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।