জামালপুরে নিহত যুবলীগ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

- আপডেট সময় : ১১:৩৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে

মোঃ কবির হোসেন, জামালপুরঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি ওমর হাসিব চাঁন, অর্থ বিষয়ক সম্পাদক সুশান্ত চক্রবর্তী মিঠু ও সহ-সম্পাদক বাপ্পী রায়হান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং সহ-সভাপতি বাবুল আক্তারের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন জেলা যুবলীগ
শুক্রবার সন্ধ্যায় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখার সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদের সঞ্চালনায় দোয়া মাহফিল
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, জেলা শ্রমিক লীগের সভাপতি মসিউর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, জেলা যুবলীগের সহ-সভাপতি এরশাদ হোসেন সোহেল প্রমুখ।
নিহত যুবলীগ নেতাদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং অসুস্থ বাবুল আক্তারের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জেলা যুবলীগ নেতা ওমর হাসিব চাঁন, সুশান্ত চক্রবর্তী মিঠু ও বাপ্পী রায়হানের আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থ জেলা যুবলীগের সহ-সভাপতি বাবুল আক্তারের রোগমুক্তি কামনায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মির্জা আজম এমপির দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে জেলা যুবলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন আমলাপড়া জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মাহমুদী।