ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:৫৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ২৬০ বার পড়া হয়েছে

মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ ধামইরহাটে নওগাঁ জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
বুধবার (২৪ মে) সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক মো. তাইমুর রহমানের সঞ্চালনায় এ দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আটটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীগণ ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. তানভীর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ জুলফিজার আলী শাহ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার, সরকারি এম.এম ডিগ্রি কলেজের প্রভাষক এম এ হোসাইন, সহকারী অধ্যাপক মোসফেকা খানম, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হক, নুরুল ইসলাম, এম এ মালেক, সাংবাদিক আমজাদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন ।
























