চিৎলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে

- আপডেট সময় : ১০:১২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ১২১ বার পড়া হয়েছে

বুধবার সকাল ১১ ঘটিকার সময় চিৎলা ইউনিয়ন পরিষদ হলরুমে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুজ্জামান লাল্টু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম ফকা সহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্য, হিসাব সহকারী, এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ সহ উদ্যোক্তাদ্বয়, গ্রাম পুলিশগন। উন্মুক্ত বাজেট সভার শুরুতে চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার সকলকে অবহিত করে বাজেট প্রণয়ন করেন এবং বাজেটের উপর বিস্তারিত আলোচনা করেন। ২০২৩-২০২৪ অর্থ বছরে সম্ভাব্য বাজেট ধরা হয়েছে (১০২৬১৮৮০) এক কোটি ছাব্বিশ লক্ষ এক হাজার আটশত আশি টাকা। বাজেটের উপর বক্তৃতা করেন ইউপি সদস্য নিজাম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম ফকা, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লাল্টু সহ অনেকেই।