অসহায় কৃষক কবির মোল্লার ধান কেটে প্রশংসায় ভাসছেন দেবিদ্বার উপজেলা কৃষক লীগ

- আপডেট সময় : ১০:৪১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ২২৬ বার পড়া হয়েছে

কৃষক বাঁচলে বাঁচবে দেশ গড়বো সোনার বাংলাদেশ, এই স্লোগান কে মাথায় রেখে কুমিল্লা দেবিদ্বার উপজেলা কৃষকলীগের উদ্যোগে ধান কাটা কর্মসূচি পালন করা হয়। শনিবার সকালে পৌর বারেরা এলাকায় হতদরিদ্র চাষী জনাব হুমায়ুন কবির মোল্লার ৩০/শতাংশ জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন, একদিকে রৌদ্রের তাপ, আরেকদিকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস– এমন পরিস্থিতিতে শ্রমিক সংকটে দেবিদ্বার উপজেলার কৃষকরা। মাঠের পাকা ধান নিয়ে তাদের চিন্তার ভাজ পড়েছে কপালে । এমনই একজন দেবিদ্বার উপজেলার বারেরা গ্রামের কৃষক কবির মোল্লা তবে, তার মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন দেবিদ্বার উপজেলা কৃষকলীগ এর নেতাকর্মীরা।০৬ মে শনিবার বারেরা গ্রামে জনাব আনোয়ার পারভেজ খান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হুমায়ুন কবিরের মাঠের ধান কেটে দিয়েছেন। ভোরে গিয়ে ৩০শতক জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছেন তারা। এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার পারভেজ খান সাধারণ সম্পাদক দেবিদ্বার উপজেলা কৃষকলীগ, সেলিম মাষ্টার, কাদের মুন্সী, আহবায়ক দেবিদ্বার পৌরসভা কৃষকলীগ, মুছলেম উদ্দিন মুছলেম খান, কাজী মারুফ উপজেলা কৃষকলীগ নেতা, মো মোস্তফা সভাপতি সুবিল ইউনিয়ন কৃষকলীগ, হোসাইন খান উপজেলা কৃষকলীগ নেতা,জব্বার আলী পৌর কৃষকলীগ নেতা, জাফরুল হাসান গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন কৃষকলীগ নেতা, কাজল মিয়া উপজেলা কৃষকলীগ নেতা প্রমুখ, অন্যদিকে কৃষকলীগ নেতা পারভেজ খান বলেন, সত্যিকার অর্থে যদি কেউ হতদরিদ্র থেকে থাকেন তাহলে সরাসরি যেন আমার সাথে যোগাযোগ করা হয়। কেননা দেবিদ্বার উপজেলা কৃষক লীগ অসহায় কৃষকদের পাশে সব সময় থাকবেন, এবং অসহায় কৃষকদের সহযোগিতা এবং যথাসময়ে সু পরামর্শ দিয়ে থাকি। এদিকে দেবিদ্বার উপজেলা মাননীয় সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল বিপদগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। মাননীয় এমপি মহোদয় বলেছেন সমস্যায় থাকা কৃষকের তালিকা করে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার, কৃষক বাঁচলে বাঁচবে দেশ এই স্লোগানটি এখন বাস্তবে রূপ নিচ্ছে দেবিদ্বার উপজেলায়