কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের আশু রোগ মুক্তির দোয়া মাহফিল

- আপডেট সময় : ১১:৩৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ৯৪ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের আশু রোগ মুক্তির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৫ মে) ২০২৩ইং তারিখে উপজেলা শিলক ইউনিয়ন নতুন জামে মসজিদে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল মোস্তাফার ব্যবস্থাপনায় উক্ত রোগ মুক্তির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা তারিকুল ইসলাম স্থানীয় আলেমদের নিয়ে মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশের মঙ্গল কামনা করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের রোগ মুক্তির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, শিলক ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ সম্পাদক আনিস সওদাগর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাফর আহমেদ, শিলক ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান মাস্টার, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওসমান তালুকদার, যুবনেতা আব্দুল্লাহ আল মামুন জুয়েল, উত্তর জেলা ছাত্রলীগের উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য সোহান ইসলাম আবির, শিলক ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম, শিলক ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসলাম তালুকদার, সম্পাদক তানভীর চৌধুরী, সহ সম্পাদক মফিজুর রহমান, জমির উদ্দিন জুয়েল, মোহাম্মদ ইমন, মাসুদুল আলভী, সোহাদ ইসলাম আরিক, তোসিফ, রেজা, জোবায়েদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত শুক্রবার ২৮ এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন শরিরিক ভাবে অসুস্থ হয়ে ভারতের চেন্নাই এ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন।