ধামইরহাটে সাড়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ীকে আটক

- আপডেট সময় : ০৭:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে বিপুল পরিমান গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার জাহানপুর এলাকা থেকে সাড়ে ৬ কেজি গাঁজাসহ ওই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়।
ধামইরহাট থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এস.আই শফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স গতকাল ১০ এপ্রিল দুপুর দুইটার সময় উপজেলার জাহানপুর ইউনিয়নের বিকন্দখাস গ্রামের মৃত আনছের আলী মন্ডলের ছেলে হামিদুল ইসলামকে তার বাড়ী থেকে সাড়ে ৬ কেজি গাঁজা সহ আটক করা হয়। এ সময় রবিউল ইসলাম নামে অপর মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
ধামইরহাট থানার ওসি মোঃ মোজাম্মেল হক কাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত আসামীর দেয়া তথ্যমতে তার নিজ বাড়ী থেকে সাড়ে ৬কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পুর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকার বিভিন্ন রুটে মাদক ব্যবসায়ী ও সেবীদের দৌরাত্ন নিয়ন্ত্রনে বিশেষ অভিযানও অব্যাহত রয়েছে।