চুয়াডাঙ্গায় যুবদলের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল-২০২৩ অনুষ্ঠিত।

- আপডেট সময় : ০৬:২৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চিৎলা ইউনিয়ন যুবদলের আয়োজনে আজ ১০ই এপ্রিল ইউনিয়নের ”নান্টু স্টুডিয়াম” প্রাঙ্গণে বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল-২০২৩ অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা জেলা যুবদলের যুন্ম আহ্বায়ক আব্দুসসালাম বিপ্লব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি আমিরুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফুজ্জামান সিজার। সাইফুল ইসলাম প্রমুখ।
“উক্ত অনুষ্ঠানের বক্তৃতায় অতিথিগণ বর্তমান সরকারের বিভিন্ন খারাপ দিক গুলো জনসম্মুখে নিয়ে এসে এই সরকার পতনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করেন।”
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জহুরুল ইসলাম।