নানা অনিয়ম, অব্যবস্থাপনায় জেনারেল হাসপাতালে চিকিৎসার বদলে মিলছে ভোগান্তি

- আপডেট সময় : ১০:৪২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ১৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেনারেল হাসপাতালে নানা অনিয়ম, অব্যবস্থাপনা এবং সংকটের কারণে চিকিৎসা সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। কোনো কার্যকরী পদক্ষেপ না নেয়ায় ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ রোগী ও স্বজনদের।
সরেজমিনে দেখা যায়, জেলার ৭ উপজেলার কয়েক লক্ষাধিক মানুষের চিকিৎসার ভরসাস্থল গাইবান্ধা জেনারেল হাসপাতাল। এখানে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করলেও চিকিৎসকদের নিয়মিত না আসা ও প্রয়োজনীও চিকিৎসক না পাওয়ায় বেলা শেষে হতাশ হয়ে ফিরতে হয় তাদের।
শুধু তাই নয় সরকারিভাবে সরবরাহ তালিকায় ওষুধ থাকলেও তা দেয়া হচ্ছে না। পাশাপাশি চিকিৎসক ব্যবস্থাপত্রের মাধ্যমে যে পরিমাণ ওষুধ দেয়ার স্লিপ দেন, তাও কাউন্টার থেকে সরবরাহ হয় না বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া ভর্তি রোগীদের অধিকাংশ ওষুধ স্থানীয় দোকান ও বাজার থেকে নিতে হয়। হাসপাতালে প্রয়োজনীয় বেড না থাকায় বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা নিতে হয় রোগীদের। পাশাপাশি হাসপাতাল জুড়ে নোংরা ও অপরিছন্ন পরিবেশ রোগীদের ভোগান্তি বাড়াচ্ছে কয়েকগুণ।
অন্যদিকে দীর্ঘ ৫ বছরের অধিক সময় ধরে জনবল থাকলেও হাসপাতালটিতে বিভিন্ন পরীক্ষা বন্ধ রয়েছে। এতে ভোগান্তি ও হয়রানি বেড়েছে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের।
এসব অভিযোগ ও অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুব হোসেন জানান, ১০০ শয্যার জনবল দিয়ে ২৫০ শয্যার হাসপাতাল পরিচালনার কারণে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনবল ও অবকাঠামো সমস্যার কারণে এমন হচ্ছে, দাবি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুব হোসেনের।