ধামইরহাটে অর্ধশতাধিক প্রাণি সম্পদের স্টল প্রদর্শন করেন শহীদুজ্জামান সরকার এমপি

- আপডেট সময় : ০৭:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ৪২১ বার পড়া হয়েছে

মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর জেলার ধামইরহাট উপজেলায় “স্মার্ট লাইভস্টক- স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫-ফেব্রুয়ারী) সকাল দশটায় ধামইরহাট বাজার (দক্ষিণ চকযদু) ফুটবল মাঠে প্রাণি সম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প ও ধামইরহাট প্রাণি সম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে এ প্রদর্শনীর উদ্বোধন ও সকল স্টলের দেশী-বিদেশী প্রাণি প্রদর্শণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এম.পি।
এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা প্রাণি সম্পদ অফিসার কৃষিবিদ মোঃ ফরহাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাবুবুর রহমান সাবু প্রমুখ।