সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে সৃষ্টি ইন্টারন্যাশনাল স্কুলে মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কাওসার আলী, টাঙ্গাইল প্রতিনিধি :
- আপডেট সময় : ০২:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ১৭৭ বার পড়া হয়েছে

কাওসার আলী, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের সৃষ্টি ইন্টারন্যাশনাল স্কুলে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, কবিতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতা চারটি গ্রুপে ভাগ করা হয় এবং অনেক শিক্ষার্থীর সেখানে অংশ গ্রহণ করে। জাতীয় সঙ্গীত ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ প্রতিযোগিতা শুরু করা হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদদের নিয়ে নানা রকম তথ্য চিত্র প্রদশর্নের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভাষার প্রতি গুরুত্ব ও তাৎপর্য বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার এবং শুধু ভাষার মাসেই নয় আমরা যেন সব সময় বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার করি এ বিষয়ে আলোচনা করা হয়।
প্রতিযোগিতায় সৃষ্টি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী সহ সকলে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।