তারাকান্দায় স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিদর্শন ও জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

- আপডেট সময় : ১০:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ৫৩২ বার পড়া হয়েছে

আশিক মিয়া,তারাকান্দা ( ময়মনসিংহ ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে তারাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্স সার্বিক পরিদর্শন ও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
জানা গেছে,তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পেইন উদ্বোধন করেন ও সার্বিক পরিদর্শন করেন ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা.মোঃ শফিউর রহমান
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরাজী মোঃ মাহবুবুল আলম মঞ্জু
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজাবে রহমত
আবাসিক মেডিকেল অফিসার ডা. দিবাকর ভাট সহ
হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা।
ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মোঃ শফিউর রহমান। এ সময় তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সার্বিক পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ও মতবিনিময় করেন।