দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য তান্ডবের প্রতিবাদে শান্তি সমাবেশ

- আপডেট সময় : ১০:৫০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ২৪৩ বার পড়া হয়েছে

দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য তান্ডবের প্রতিবাদে ঘড়িয়ালডাঙ্গায় র্যালী ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি রুকুনুজ্জামান রোকনের উদ্যোগে (১০ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কাশেম বাজারে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের শুরুতে যুবলীগ নেতা-কর্মিদের অংশগ্রহণে একটি মিছিল ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ী বাজার থেকে শুরু করে কাশেম বাজার এসে শেষ হয়। পরে শান্তি সমাবেশ থেকে নেতা-কর্মিদের উদ্দেশ্য বক্তব্য রাখেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রুকুনুজ্জামান রোকন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য তান্ডবের প্রতিবাদে ঘড়িয়ালডাঙ্গায় র্যালী ও শান্তি সমাবেশে বক্তারা বিএনপি-জামাতের নৈরাজ্য বন্ধ করতে কঠিন হুশিয়ারি দেন। একই সাথে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে যুবলীগ নেতা-কর্মিদের সর্বদা প্রস্তুত থাকার আহবান জানান।
দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য তান্ডবের প্রতিবাদে ঘড়িয়ালডাঙ্গায় র্যালী ও শান্তি সমাবেশ
আরো উপস্থিত ছিলেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা মিনহাজুল ইসলাম, যুবলীগ নেতা শরৎচন্দ্র রায়, ছাত্রলীগের আশিকুর রহমান সোহাগ,আনারুল ইসলাম। বাংলাদেশ আওয়ামী লীগের রাজারহাট উপজেলা শাখার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।