গাড়ীদহ ইউনিয়নের সুরাইয়া ফারহানা রেশমা “ইওথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন

- আপডেট সময় : ০৭:৪৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

গাড়ীদহ ইউনিয়নের কৃতী সন্তান, কৃষি উদ্যোগের স্বত্বাধিকারী সুরাইয়া ফারহানা রেশমা অর্জন করেছেন “ইওথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫”। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস রেশমার হাতে ক্রেস্ট ও নগদ চেক তুলে দেন।

সুরাইয়া ফারহানা রেশমা গাড়ীদহ ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী হোসনেআরা আপার মেয়ে। অল্প বয়সেই কৃষিকে পেশা ও উদ্যোগে রূপ দিয়ে তিনি স্থানীয় যুব সমাজকে উদ্বুদ্ধ করেছেন এবং নারী উদ্যোক্তাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এ অর্জনে শেরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়সহ স্থানীয় সর্বস্তরের মানুষ রেশমাকে অভিনন্দন জানিয়েছেন। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে—
“রেশমা আমাদের এলাকার গর্ব। তার এই সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে।”


























