সীমান্তে ভারতীয় ৪টি এয়ারগান উদ্ধার

- আপডেট সময় : ০২:৪৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩ ১৪৬ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ধানের খড়ের গাদার ভেতর থেকে ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
(৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলা চৌঠা সীমান্ত থেকে এ এয়ারগানগুলো উদ্ধার করা হয়। চৌঠা বিওপির হাবিলদার ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, সকাল ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার-২৯৬ থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় খেয়াড় দূর্গাপুর গ্রামের পাশে ধানের খড়ের গাদার ভেতর পরিত্যক্ত অবস্থায় ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়। এছাড়াও পাশের একটি ঝোপ থেকে ৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবি ২৯ ব্যাটালিয়নের চৌঠা বিওপির হাবিলদার ইসমাইল হোসেন জানান, উদ্ধার হওয়া এয়ারগান ও ফেনসিডিল বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।