সংবাদ শিরোনাম :

শামীম হাসান খান
- আপডেট সময় : ০৯:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

দরিদ্র জীবন
কবি শামীম হাসান খান
নিত্য অভাব, নিত্য অভাব, নিত্য অভাব হায়,
দুঃখী জীবন কাটে যাদের নিদারুণ অসহায়।
ক্ষুধার জ্বালায় কাতর তারা পায় না অন্ন মুখে,
শীতের রাতে কষ্টে কাঁপে নেই তো কোনো সুখ।
রোগের জ্বালায় ছটফটানি নেই তো কোনো উপায়,
চিকিৎসার অভাবে জীবন হয় যে বাঁচা দায়।
শিক্ষা থেকে বঞ্চিত যারা অজ্ঞতারই ছায়ায়,
ভবিষ্যতের স্বপ্ন তাদের যায় যে ভেসে হাওয়ায়।
কষ্টে গড়া এই জীবনে নেই তো কোনো সুখ,
তবুও তারা স্বপ্ন দেখে ঘুঁচবে যে সকল দুখ।
একটু খানি ভালোবাসা একটু খানি মায়া,
দুঃখী জীবন ভরবে সুখে ঘুচবে সকল কায়া।
আসুন সবাই হাত বাড়াই দুঃখীদেরই তরে,
তাদের মুখে হাসি ফোটাতে দাঁড়াই গিয়ে পাশে।
ভালোবাসার পরশ দিয়ে ভরিয়ে তুলি প্রাণ,
দুঃখী জীবন হোক না এবার সুখের জয়গান।