শেখ হাসিনার বিচার অনিবার্য: ড.মুহাম্মদ ইউনূস

- আপডেট সময় : ০৯:৫৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার নীলফামারী
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি উল্লেখ করেন, সরকারের কাছে এ বিষয়ে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। তবে শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত না থাকায় তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি ভারতের ওপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার ওপর নির্ভর করছে। ড. ইউনূস জানান, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
ড. ইউনূস আরও বলেন, জুলাই-আগস্ট গণ-আন্দোলনের সময় নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার প্রক্রিয়া শুরু করেছে। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে।
এছাড়া, ড. ইউনূস জানান, আয়নাঘরগুলো জাদুঘরে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে, যাতে জনগণ সেখানে এসে ইতিহাস সম্পর্কে জানতে পারে।