মাদকের টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

- আপডেট সময় : ০৯:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার রংপুর
আজ (৪ মার্চ) মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের মিঠাপুকুরে
উপজেলার বড়বালা ইউনিয়নের বালুপাড়া গ্রামে
মাদকের টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই খুনের এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমান( ৫৫) উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের বালুপাড়া গ্রামের মরহুম মতিয়া মিয়ার বড়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আতিয়ার রহমান কৃষি জমিতে কাজ শেষ করে বাড়িতে ফিরে আসার পর বাড়ির বারান্দায় বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় তার আপন ছোট ভাই মাদকাসক্ত শরিফুল ইসলাম(৪০) নেশা করার জন্য টাকা চায়। কিন্তু আতিয়ার রহমান টাকা দিতে অস্বীকৃতি জানালে কোনো কিছু বুঝে ওঠার আগেই ছোট ভাই শরিফুল হাতে থাকা কোদাল দিয়ে মাথায় আঘাত করেন। কোদালের আঘাতে মাটিতে লুটে পড়েন। এসময় হাতে থাকা কাস্তে দিয়ে গলায় পূণরায় টান দিতে থাকেন এবং ঘটনাস্থলেই আতিয়ার মিয়া মৃত্যুবরণ করেন।
নিহতের মরদেহ মিঠাপুকুর থানা হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক।