সংবাদ শিরোনাম :
নরসিংদীতে যৌথবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্রসহ গ্রেপ্তার-২০

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
- আপডেট সময় : ০৯:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
নরসিংদীর দুর্গম চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে ২০ সন্ত্রাসীকে গ্রেপ্তার ও দেড় শতাধিক দেশিয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।
সোমবার রাতে আএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার ভোর হতে দিনব্যাপী রায়পুরা উপজেলার মির্জারচর ইউনিয়নের একটি দুর্গম চরে এই অভিযান চালানো হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড, আর্মি এভিয়েশন, র্যাব, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়। এসময় দেড় শতাধিক ধারালো অস্ত্র, তিনটি মোবাইল ফোন এবং ২০ জন চিহ্নিত সন্ত্রাসী ও সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।