পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং অন্যান্য ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা ৪০ দিন বন্ধ

- আপডেট সময় : ০৯:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার রংপুর
পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং অন্যান্য ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা ৪০ দিন বন্ধ থাকবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, আজ
(২ মার্চ) রবিবার থেকে এই ছুটি শুরু হয়েছে এবং আগামী ৮ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলবে। এই ছুটি সরকারি ও বেসরকারি সব পর্যায়ের স্কুলের জন্য প্রযোজ্য।
শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর এবং ঈদুল ফিতরের ছুটি (২ মার্চ ) রবিবার থেকে শুরু হয়ে ৮ এপ্রিল পর্যন্ত চলবে।
পবিত্র রমজান শুরু হয়েছে আজ (২ মার্চ) রবিবার।
গত ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এবং (১ মার্চ) শুক্রবার ও শনিবারের ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ ক্লাস হয়েছে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা ৪০ দিন বন্ধ থাকবে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানরা জানিয়েছেন, ছুটির ঘোষণা দেওয়ার পর রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটির নোটিশ টানানো হয়েছে। চলতি বছরে রমজান ও ঈদুল ফিতরের ছুটির সঙ্গে এসএসসি পরীক্ষার ছুটি মিলে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘ ছুটিতে যাচ্ছে। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে সেসব প্রতিষ্ঠানে টানা ২ মাস ১০ দিন ছুটি থাকবে বলে শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা যায়।