৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে জলঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ২২ বার পড়া হয়েছে

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান বুরো প্রধান রংপুর
তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে জলঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত।
রবিবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাচন অফিস কর্তৃক ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা কামরুজ্জামান, প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, অনির্বাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে দিন ব্যাপী ভোটার সেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।