পবিত্র রমজানের চাঁদ উদিত, কাল থেকে সিয়াম সাধনা শুরু

- আপডেট সময় : ১০:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার, নীলফামারী
বাংলাদেশের আকাশে আজ শনিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর নিশ্চিত হয়েছে যে, আজ ২৯ শাবান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আগামীকাল রবিবার থেকে রমজান মাস শুরু হবে।
শনিবার মাগরিবের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করেন। সভায় দেশব্যাপী চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে রমজান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
ফলে আজ দিবাগত রাতে সাহরি গ্রহণের মাধ্যমে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র রমজানের রোজা রাখা শুরু করবেন।
অন্যদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে শুক্রবার চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে রোজা পালন শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইনসহ বিভিন্ন দেশেও একইদিন রমজান শুরু হয়েছে।
এবারের রমজান মাসটি আত্মশুদ্ধি, ইবাদত ও ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে উঠবে—এমন প্রত্যাশা সবার।