বিএনপিতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রোধে কড়া বার্তা

- আপডেট সময় : ০৯:৩৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

মোঃ মকবুলার রহমান স্টাফ রিপোর্টার নীলফামারী
২৭শে ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় দলটি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ ও সিদ্ধান্ত ঘোষণা করেছে। বৃহস্পতিবার দিনভর চলা এ বৈঠকের প্রস্তাবনাগুলো পরদিন শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বৈঠকে বিএনপি ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার’ এবং ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা’ করার ওপর জোর দিয়েছে। দলটি আবারও একটি নতুন নির্বাচনের দাবি তুলেছে, যা তারা ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে।
একইসঙ্গে, দলের ভেতরকার দ্বন্দ্ব ও বিভক্তি দূর করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, “দলীয় নীতি, আদর্শ ও কর্মসূচী বাস্তবায়নে অবহেলা, দুর্নীতি, অনিয়ম এবং জনস্বার্থবিরোধী কার্যকলাপ থেকে সবাইকে বিরত থাকতে হবে।”
এছাড়া, দলকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও জনমুখী করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, বিএনপি সর্বশেষ বর্ধিত সভা করেছিল ২০১৮ সালের ৪ঠা ফেব্রুয়ারি। দীর্ঘ সাত বছর পর এই বৈঠক অনুষ্ঠিত হলো এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও এত বছর পর আবারও এ ধরনের সভায় বক্তব্য রাখলেন।