বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের পরিবেশবান্ধব উদ্ভাবন

- আপডেট সময় : ০২:১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

রুমা আক্তার, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত তিন দিনব্যাপী “বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা ২০২৫”-এ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ উদ্ভাবকরা তাদের গবেষণা ও নতুন প্রযুক্তি তুলে ধরার সুযোগ পেয়েছে। এই মেলার লক্ষ্য হলো তরুণ বিজ্ঞানীদের মেধার বিকাশ ঘটানো এবং দেশীয় প্রযুক্তির উন্নয়নে তাদের অবদান রাখার পথ সুগম করা।
এবারের আয়োজনে সোহরাওয়ার্দী কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা প্রদর্শন করেছে এক অভিনব প্রকল্প—”ভূ-তাপীয় শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন”। পরিবেশবান্ধব ও টেকসই এই প্রযুক্তিটি নবায়নযোগ্য জ্বালানি খাতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকল্পটি বাস্তবায়নে বিশেষ ভূমিকা রেখেছে সোহরাওয়ার্দী কলেজ বিজ্ঞান ক্লাবের সদস্যরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো জিহাদ, শুভন, তামিম, রবিউল, আহাদ ও হাসিব। ক্লাবের কো-অর্ডিনেটর আতিকুল ইসলাম মোমেন প্রকল্পটি পরিচালনার দায়িত্বে ছিলেন, আর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা দিয়েছেন বিজ্ঞান ক্লাবের মডারেটর ড. অধ্যাপক শামসুন্নাহার।
এই অর্জন সম্পর্কে বিজ্ঞান ক্লাবের কো-অর্ডিনেটর আতিকুল ইসলাম মোমেন বলেন—
“আমাদের বিজ্ঞান ক্লাব তরুণদের বিজ্ঞানচর্চায় অনুপ্রাণিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আমাদের ‘ভূ-তাপীয় শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন’ প্রকল্পটি দর্শকদের পাশাপাশি বিশেষজ্ঞদেরও দৃষ্টি আকর্ষণ করেছে। এই স্বীকৃতি আমাদের আরও নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত করবে।”
বিসিএসআইআর বিজ্ঞান ও প্রযুক্তি মেলা তরুণ বিজ্ঞানীদের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম, যেখানে তারা নিজেদের গবেষণা ও উদ্ভাবন উপস্থাপন করতে পারে। সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের এই পরিবেশবান্ধব উদ্ভাবন ভবিষ্যতে দেশের টেকসই শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।