সাতক্ষীরা শহর ছাত্রশিবির’র সদস্য ও সাথী পাঠ মূল্যায়ন পরীক্ষার পুরস্কার প্রদান অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার আয়োজনে সদস্য ও সাথী পাঠ মূল্যায়ন পরীক্ষার পুরস্কার বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় সাতক্ষীরা’র আল আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে সাতক্ষীরা শহর ছাত্রশিবির সভাপতি মুহা. আল মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মোঃ নোমান হোসেন নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ ইমামুল ইসলাম।
প্রধান অতিথি নোমান হোসেন নয়ন তার বক্তব্যে বলেন, “ছাত্রশিবির একটি ব্যতিক্রমধর্মী স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান।আজ যে সকল সদস্য ও সাথী ভাইয়েরা পুরষ্কার পেয়েছেন আপনাদেরকে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আগামীতে যেন আরো বেশি পড়ালেখার মাধ্যমে ব্যক্তি ও চরিত্র গঠনের মধ্য দিয়ে পরকালীন জীবনকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করবেন। আপনাদের এখান থেকে শপথ নিতে হবে এই পুরষ্কার আমাদের কাঙ্ক্ষিত পুরস্কার নয়। আমাদের সবচেয়ে বড় পুরস্কার হলো পরকালে জান্নাত পাওয়া।”
সদস্যদের মধ্য থেকে ১০ জন পুরস্কার প্রাপ্ত হয়েছেন। তারা হলেন; মুহা. আল মামুন (১ম), মোঃ আল আমিন (২য়), সাব্বির আহমেদ সাকিব (৩য়), হাফেজ আল আমিন (৪র্থ), হাফেজ ওয়ালিউল্লাহ ( ৫ম), মোঃ মাসুদ রানা (৬ষ্ঠ), মোঃ মহিবুল্লাহ (৭ম), মোঃ মনিরুল ইসলাম ( ৮ম), হাফেজ মাহবুবে রাব্বি ( ৯ম) ও মোঃ শাহনেওয়াজ (১০ম)।
সাথীদের মধ্য থেকে ১০ জন পুরস্কারপ্রাপ্ত হয়েছে যারা; মোঃ মোতাসিম বিল্লাহ (১ম), তামিম আহম্মেদ মাহি (২য়),নাজমুস সাকিব (৩য়), রায়হান পারভেজ ইমন(৪র্থ), সালমান সাদিক (৫ম), এহসান কবির (৬ষ্ঠ),নাঈম হোসেন (৭ম), এহতেশাম ইভন (৮ম),আল জাদিদ(৯ম) ও রনি হোসেন (১০ম)।
সর্বশেষ পাঠ মূল্যায়ন পরীক্ষার পুরস্কার বিতরণ ও শহর সভাপতি মুহা. আল মামুনের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।