তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন ড. মিজানুর রহমান আজহারী

- আপডেট সময় : ০৮:২৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

মোঃ মকবুলার মকবুলার স্টাফ রিপোর্টার, নীলফামারী
বর্তমান তরুণ প্রজন্ম তাদের দৃঢ় মনোবল ও ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, “বিগত ১৬ বছরের জুলুমের অবসান কীভাবে ঘটাতে হয়, তা তরুণরা দেখিয়ে দিয়েছে। আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, এখন আমাদের আরও ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচ্ছিন্ন হলে কাঙ্ক্ষিত পরিবর্তন ধরে রাখা সম্ভব হবে না।”
শনিবার বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ড সংলগ্ন মাঠে জাবালুন নুর ফাউন্ডেশনের আয়োজিত তাফসির মাহফিলে তিনি এসব কথা বলেন।
আজহারী বলেন, “আমাদের সুখ-সমৃদ্ধি অনেকের সহ্য হয় না। তাই আমাদের কৌশলী হতে হবে এবং প্রতিটি পদক্ষেপ সচেতনতার সঙ্গে নিতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি রাজনৈতিক পরিবেশ চাই, যেখানে কোনো ফ্যাসিস্ট শক্তি জনগণের ওপর অন্যায় অত্যাচার করার সাহস পাবে না। আমরা চাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সত্যিকারের জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে উঠুক, যেখানে শিক্ষার্থীদের হাতে থাকবে কলম, অস্ত্র নয়।”
তাফসির মাহফিলে সভাপতিত্ব করেন জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। এছাড়াও প্রথম অধিবেশনে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি জেনারেল মাওলানা মো. নুরুল আমিন।
এই মাহফিলে বক্তারা ইসলামী শিক্ষার গুরুত্ব, সমাজ পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।