অতীতে সোনার বাংলা গড়তে গিয়ে বাংলাদেশকে শোষণ করা হয়েছে, আমরা এমন রাজনীতি করবো, যাতে ফ্যাসিবাদিদের মতো পালাতে না হয়

- আপডেট সময় : ০৮:১৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

নুর উদ্দিন সিয়াম নোয়াখালী জেলা প্রতিনিধি
আজ লক্ষীপুর জামায়াত ইসলামির গণ জমায়েত অনুষ্ঠিত হয়। লক্ষীপুর আব্দুস সামাদ হাই স্কুলে এই আয়োজন করা হয়। লাখ জনতার উপস্থিতিতে সামাদ মাঠ জনস্রোতে রুপান্তরিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামির আমির ডক্টর শফিকুর রহমান । বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। এবং লক্ষ্মীপুর জেলার স্থানীয় নেত্রী বৃন্দগন। আমিরে জামাত বলেন আমার এই বাংলাদেশ কে বার বার শোষন করা হয়েছে। আমরা চাইনা আর যাতে আমার বাংলাকে শোষন করা হয়। তার জন্য আমাদের যে করনীয় সেটি হলো আমাদের মানবিক হতে হবে। আমিরে জামাতের সাথে ঘটে যাওয়া একটি ঘটনার ব্যাক্ষা দিতে গিয়ে বলেন,আমরা সাধারণ মানুষদেরকে মানুষ মনে করিনা। যারা সুইপারের কাজ করে, তাদেরকে আমরা মানুষ মনে করিনা৷ কিন্তু তারা সমাজের আবর্জনা পরিষ্কার করে, আমাদের ভালো রেখেছে। সমাজের পরিবেশকে সুন্দর রাখে। আমরাকি পারিনা তাদেরকে একটু ভালো রাখতে,তাদের একটু সম্মান দিয়ে কথা বলতে। কেনো এত ব্যবদান তাদের সাথে আমাদের। তারা কেনো একটু মর্যাদা পায়না,একটু স্বকৃীত পায়না। এটা পায়না এই কারনে এই শাসন টা আল্লাহর দেওয়া বিধান এ নয়। যদি আল্লাহর দেওয়া বিধানে পেতো তাহলে তারা নিজেদেরকে সম্মানিত মনে করত। তাদের মুখ দিয়ে এই কথা বের হতো না যে আজকে বুঝতে পেরেছি আমরাও মানুষ। কেননা এই সমাজ তাদেরকে মানুষ মনে করে না কারন তারা সুইপার। তাই আমরা এইরকম একটি মানবিক বাংলাদেশ চাই।যে বাংলাদেশ আগামিতে কোরআন দিয়ে চলবে।
এবং আরও যুব সমাজদের প্রতি বলেছেন
হে তরুন যুবকেরা জেগে উঠো,যে সমাজের তরুণরা জেগে ওঠে, সেই সমাজ আল্লাহ বদলিয়ে দেয়।এবং ২৪ এর যুবকদের প্রতি তিনি স্যালুট জানিয়েছেন। তোমাদের জীবন বাজি রেখে যুদ্ধ করার জন্য আপাতত আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। চির মুক্তির জন্য এবার জেগে ওঠ, শপথ নাও। আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গড়বোই গড়বো ইনশাআল্লাহ।
এবং তিনি যুবকদের পাশে থাকবেন বলে যুবকদেরকে আশ্বাস দিয়েছেন। লড়াইয়ের সামনে তিনি থাকবেন বলেই যুবকদেরকে বলেছেন।