সাতক্ষীরা সদর জামায়াতের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

- আপডেট সময় : ০১:৪৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার উদ্যোগে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান’র সঞ্চালনায় উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন’র সভাপতিত্বে কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাৎ হোসাইন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেস, উপজেলা জাময়াতের কর্মপরিষদ সদস্য ইদ্রিস আলম, মাও আনিছুর রহমান, মাওলানা মোসলেম আলী, আগরদাঁড়ী ইউনিয়ন আমীর মাওঃ মনিরুজ্জামান প্রমুখ।