আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যম্পেইন।

- আপডেট সময় : ১০:৩৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে

নুর উদ্দিন সিয়াম নোয়াখালী জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার ১২ নং চরশাহী ইউনিয়নের, চরশাহী ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি আম্মার হোসেন আসিফের নেতৃত্বে এ আয়োজনটি করা হয়।
ফ্রী মেডিকেল ক্যাম্পে যে সকল ডাক্তারবৃন্দরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ডা: এ.এফ.মহিউদ্দিন খান।(প্রাক্তন বিভাগীয় প্রধান নাক কান গলা বিভাগ,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল)
___ঢাকা মেডিকেল থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
যে সকল বিভাগের রোগী দেখেন:(মেডিসিন,শিশু, গাইনি, নাক, কান, গলা,চর্ম,ডেন্টাল, যৌন,মাথা ও ধড়।
আয়োজনে: চরশাহী ব্লাড ডোনেশন সোসাইটি।
সার্বিক তত্ত্বাবধানে :অধ্যাপক এ.বি.এম ইসরাইল-মজিফা খান পাঠাগার।
আম্মার হোসেন আসিফ ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করে জানতে পারি যে ওনাদের চরশাহী ব্লাড ডোনেশন সোসাইটি শুরু থেকে এখন পর্যন্ত মানব সেবায় কাজ করে যাচ্ছে। কখনো ব্লাড ক্যাম্পেইন, কখনো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা, কখনো এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা, এভাবে মানুষের পাশে ওনারা সহযোগিতা করে যাচ্ছেন।